ইমাম খাইর, সিবিএন
মহেশখালীরসোনাদিয়া চর এলাকায় বিশেষ অভিযানে ১টি দেশী পাইপ গান, ২টি দেশীয় শটগান ও ২ টি রামদা জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার ভোরে গোপন সংবাদে এ অভিযান চালানো হয় বলে জানান পূর্বজোনের গণসংযোগ কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) শেখ ফখরউদ্দিন।
তিনি জানান, সিবিএনকে বেশ কিছুদিন ডাকাতদের বিষয়ে তথ্য পাওয়ার ভিত্তিতে কোস্ট গার্ড দল এই অভিযান পরিচালনা করে। ডাকাতদল ডাকাতির প্রস্তুতি কালে কোস্ট গার্ডের উপস্তিতি টেরপেয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তিতে কোস্ট গার্ড দল সোনাদিয়া চরে অনুসন্ধান করে ডাকাতদের ফেলে যাওয়া একটি বস্তার ভিতর থেকে উল্লেখিত অস্ত্র জব্দ করে। কোস্ট গার্ড কন্টিনজেন্ট কক্সবাজার জানায় ডাকাত দল না ধরা পর্যন্ত কোস্ট গার্ডের এ অভিযান অব্যহত থাকবে।
জব্দকৃত অস্ত্র মহেশখালী থানায় হস্থান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
অভিযানের নেতৃত্ব দেন এম সোহরাব হোসেন (এসসিপিও) এবং এম মোখলেছ (ইআরএ-৩)।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।