শফিক আজাদ, উখিয়া:

উখিয়া ডাকবাংলো-পাতাবাড়ী সড়কের সিকদার ও গয়ালমারা ব্রিজে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় উখিয়া থানা পুলিশের একটিদল তাঁদের নচাৎ করে দেয়। এতে উখিয়ার পূর্বাঞ্চলীয় জনপদের প্রায় কয়েশ লোক সর্বস্ব লুট হওয়ার আশংখা থেকে রক্ষা পেয়েছে। এ জন্য স্থানীয় পথচারীরা উখিয়া থানার অফিসার ইনচার্জ সহ তার সঙ্গীয় ফোর্সকে সাধুবাদ জানিয়েছেন। এ ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ১১টার দিকে।

জানাগেছে, সম্প্রতি উখিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় ইয়াবা ও মাদকের পাচার অপ্রীতিরোধ্য হয়ে উঠার কারনে অপরিচিত লোকজনের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। সে সুবাধে কক্সবাজার জেলার আন্ত ডাকাতদলের সদস্যরা স্থানীয় ডাকাতদের মাধ্যমে জড়ো হতে হয়ে উখিয়ার সিকদার ব্রিজ এবং গয়ালমারা ব্রিজে অবস্থান নেয়। এসময় ব্যাটারী চালিত টমটমের যাত্রীরা বিষয়টি দেখতে পেয়ে গোপনে পুলিশকে খবর দেয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের নিজেও তাঁর সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ছত্রভঙ্গ হয়ে যায় ডাকাতেরদল।

রতœাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী বলেন, তিনি ব্যক্তিগত কাজকর্ম ছেড়ে বাড়ী ফেরার পথে সিকদার বিল এবং গয়ালমারা ব্রিজের উপর কিছু অপরিচিত লোকজনকে দেখতে পেয়ে তিনিও সন্দেহ করে। পরে সকালে উঠে শোনতে পান এরা ডাকাত। তাই তিনি ডাকাতের কবল থেকে অসংখ্য যাত্রীদের রক্ষা করায় উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরকে সাধুবাদ জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে গয়ালমারা এলাকায় তাৎক্ষনিক উপস্থিত হয়ে ডাকাতদের ধাওয়া করি। কারা এই কাজের প্রস্তুতি নিয়েছিল তাঁদেরকে খোঁজে করার চেষ্টা চলছে। কারণ জনগণের যানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের।