খালেদ হোসেন টাপু, রামু:
রামু উপজেলা খুনিয়া পালং ইউনিয়নের টেকনাফ-কক্সবাজার সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের দায়িত্বরত জওয়ানরা পণ্য বোঝাই ট্রাকে তল্লাশী চালিয়ে ১৯ হাজার ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় ট্রাক চালককে আটক করা হয়। পণ্য বোঝাই ট্রাকটি টেকনাফ স্থল বন্দর থেকে আসছিল বলে বিজিবি জানিয়েছেন।
বুধবার দিনগত রাত ১১টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের মরিচ্যা চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত কক্সবাজারমুখি ট্রাকটির (চট্টমেট্রো-১১-১০৪২) কেবিনের উপর থেকে ইয়াবা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় ট্রাক চালককে আটক করা হলেও হেলপার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় মিয়ানমারের আমদানী করা আদা ও ট্রাক সহ ইয়াবাগুলো জব্দ করা হয়েছে । ধৃত চালক হচ্ছে উখিয়ার পূর্ব সিকদার বিল এলাকার মৃত সৈয়দুর রহমানের ছেলে মনজুরুল আলম(৫২)।
রামু মরিচ্যা চেকপোস্টের নায়েব সুবেদার নজরুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যক্তিসহ জব্দ মালামাল রামু থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।