চট্টগ্রাম সংবাদদাতা:
“বদলে গেলে চট্টগ্রাম-বদলে যাবে বাংলাদেশ” শ্লোগানে শিক্ষা, সামাজিক, স্বেচ্ছাসেবী ও উন্নয়ন মূলক সংগঠন “পরিবর্তন-চট্টগ্রাম”র উদ্যোগে “পরিকল্পিত নগরায়নে নাগরিক উদ্যোগ” শীর্ষক আলোচনা সভা শুক্রবার নগরীর সু প্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত হবে ।

সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী । মূখ্য আলোচক থাকবেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও অধ্যাপক মাসুম চৌধুরী ।

বিশেষ অতিথির বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইনষ্টিটিউটের সহযোগী অধ্যাপক মুহম্মদ আমির উদ্দিন, জাপান’র অনারারী কনসাল নুরুল ইসলাম, নগর মহিলা আওয়ামীলীগ’র সহ সভাপতি হাসিনা জাফর, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সহ সভাপতি হেকিম মুহাম্মদ উল্লাহ ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের মেম্বার আব্দুল গফ্ফার মিয়াজী ।

সভায় আরোও উপস্থিত থাকবেন রাজনীতিবীদ, সাংবাদিক, লেখক, গবেষক, বুদ্ধিজীবি ও উন্নয়ন সংগঠকগন ।

উক্ত আলোচনা সভা সফল করতে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের আহবায়ক এহসান আল-কুতুবী অনুরোধ জানিয়েছেন ।