শহিদ রুবেল, উখিয়া :
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ৩৪ বিজিবি’র মরিচ্যা যৌথ চেকপোষ্ট সদস্যরা অভিযান চালিয়ে ১৯৬৯০ পীস বার্মিজ ইয়াবাসহ একজনকে আটক করেছে। ৩ আগস্ট বৃহস্পতিবার টেকনাফ হতে কক্সবাজারগামী মালবাহী ট্রাকে (চট্র মেট্রো-ট-১১-১০৪২)  তল্লাশি চালিয়েকৌশলে লুকায়িত ১৯৬৯০ পিস বার্মিজ ইয়াবা সহ উখিয়ার পূর্ব শিকদার বিলের মৃত ফয়জুর রহমানের পুত্র মোঃ মঞ্জুরুল আলমকে আটক করে। এইসময় হিনো ট্রাক, বার্মিজ আদা, মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়। ইয়াবাসহ জব্দকৃত মালামালের মুল্য ১ কোটি ২৫ লাখ ৩৩ হাজার ৫ শত টাকা বলে জানিয়ছেন ৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক ইকবাল আহমেদ।