শাহজালাল শাহেদ, চকরিয়া:

আগামী ৫আগস্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা হাসপাতাল মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ৩আগস্ট সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মুজিবুল হকের সভাপতিত্বে শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ শোয়াইব। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বি.এ (অনার্স) এম.এ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খুরশীদুল আলম চৌধুরী ও হাসপাতালের ডাঃ মোহাম্মদ রফিকুস সালেহীন।

এসময় লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, চকরিয়ার থানার এসআই দেবব্রত রায়সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পল্লী চিকিৎসক মোহাম্মদ খাইরুল আলমের সঞ্চালনায় অবহিতকরণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ মোহাম্মদুল হক।