আবদুল মালেক সিকদার, রামু:
রামুতে জমির উপর নালা নেওয়াকে কেন্দ্র করে মোঃ হাশেম (৫০) নামে এক কৃষককে মারধরে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
২ আগষ্ট সকাল ৮টায় ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি বিলে ঘটনাটি ঘটেছে।
আহত কৃষক কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা রাস্তার মাথা মোরার খাচা এলাকার মোঃ হোছনের পুত্র। তিনি একজন বর্গাচাষি।
আহত মোহাম্মদ হাশেম প্রতিদিনের ন্যায় হাইটুপি বিলে বর্গা নেওয়া জমিতে চাষ করার জন্য যায়। হাইটুপি ভুত পাড়া এলাকার মোহাম্মদ হাছু মিয়ার সন্ত্রাসী পুত্র জয়নাল আবেদীন কৃষক হাশেমের জমির উপর দিয়ে অন্যায়ভাবে পানি নিষ্কাশনের নালা করে। এতে প্রতিবাদ করায় সন্ত্রাসী জয়নাল আবেদীন হাইটুপি ভুত পাড়ার মৃত কালা মিয়ার পুত্র মোঃ পেটান অস্ত্র-সস্ত্র নিয়ে মোহাম্মদ হাশেমকে মারধর করলে মাথা পেটে গুরুতর আহত হয় ও সর্বশরীরে ফুলা জখম হয়। হাশেমের জমিতে কাজ করা কামলারা আগাইয়া আসিলে, সন্ত্রাসীরা পালিয়ে যায়। দ্রুত কামলারা হাশেমকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসিলে, অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল কর্তৃপক্ষ কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছে। কৃষককে মারধরের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী জানান মোঃ হাশেম। ঘটনা শুনে অসহায় কৃষককে এক নজর দেখার জন্য হাসপাতালে ছুটে আসেন বদরুল হুদা মেম্বার ও এলাকার লোকজন।
জমিতে নালা নেওয়া নিয়ে হামলা, কৃষক আহত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে