ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়ায় যৌতুক লোভী স্বামীর নির্যাতনের স্বীকার হয়েছেন মনছুরা বেগম নামের এক গৃহবধূ। বুধবার (২আগস্ট) এ ঘটনার বিচার চেয়ে নির্যাতিত ওই গৃহবধূ বাদী হয়ে পেকুয়া থানায় এজাহার দায়ের করেছেন ।
এজাহার সূত্রে জানা গেছে, ১১ বছর পূর্বে মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকার আব্দুল হাকিমের ছেলে গিয়াস উদ্দিনের সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং এলাকার মৃত সাকের উল্লাহর মেয়ে মনছুরা বেগমের। তাদের সংসারে আসে দুই কন্যাসন্তান। তাদের সংসার জীবন সুখশান্তিতে চললেও সম্প্রতি যৌতুকের জন্য স্ত্রীর উপর চাপ সৃষ্টি করে স্বামী গিয়াস উদ্দিন।
নির্যাতিত গৃহবধূ মনছুরা বলেন, বাপের বাড়ী থেকে যৌতুক আনতে অপারগতা প্রকাশ করায় গত ১৮জুলাই সকালে তার উপর পাশবিক নির্যাতক চালায় স্বামী গিয়াস উদ্দিন, শাশুড়ি রাবেয়া বসরি ও দেবর জসিম উদ্দিন। তাদের মারধরে ওই গৃহবধূ গুরুতর আহত হয়ে জ্ঞান হারালে প্রতিবেশীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এজাহারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।