প্রেস বিজ্ঞপ্তি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত চ.বি. স্পোর্টস সায়েন্স এন্ড ফিজিক্যাল এডুকেশন বিভাগে ফিঙ্গার প্রিন্ট-এর মাধ্যমে শিক্ষার্থীদের হাজিরা চালু করেছে। ১ আগস্ট ২০১৭ তারিখ বেলা ২ টায় উক্ত বিভাগে এ ফিঙ্গার প্রিন্ট কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
এ ফিঙ্গার প্রিন্ট উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত ভাষণে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, এ কর্মসূচি বিশ্ববিদ্যালয়কে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে নেয়ার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি আরও বলেন, এ ফিঙ্গার প্রিন্ট-এর মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের যথাসময়ে ক্লাশে উপস্থিতি নিশ্চিত করবে এবং তাদেরকে ক্লাশমুখী করতে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। মূলতঃ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীই অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে যথাসময়ে ক্লাশে উপস্থিত থাকা একান্ত অপরীহার্য। শ্রেণীকক্ষে নিয়মিত উপস্থিত হয়ে শিক্ষার্থীরা সম্মানিত শিক্ষকদের কাছ থেকে জ্ঞান আহরণে মনোযোগী হবে এটাই প্রত্যাশিত।
এ ফিঙ্গার প্রিন্ট উদ্বোধনী অনুষ্ঠানে চ.বি. স্পোর্টস সায়েন্স এন্ড ফিজিক্যাল এডুকেশন বিভাগের সভাপতি জনাব এ এইচ এম রাকিবুল মাওলা, চ.বি. শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক জনাব মো. মোয়াজ্জেম হোসেন, উপ-পরিচালক জনাব মো. হাবিবুর রহমান জালাল, জনাব সিরাজউদ্দিন মো. আলমগীর, জনাব মো. রাশেদ বিন আমিন চৌধুরী, জনাব মোহাম্মদ শোয়েব ও সহকারী রেজিস্ট্রার জনাব জালাল উদ্দিন আহমদ এবং উক্ত বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।