কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী প্রাচীন শুদ্ধ সংগীত শিক্ষার প্রতিষ্ঠান কক্সবাজার সংগীতায়তনের প্রতিষ্ঠাতা, এতদঞ্চলের প্রতিকৃত সংগীত সাধক ওস্তাদ স আ ম আবু বক্কর ছিদ্দ্কিীর ২২তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। কর্মসূচিতে ছিলো মরহুমের আতœার মাগফেরাত কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত এবং স্মরণ সভা। বঙ্গবন্ধু সড়কস্থ সংগীতায়তনের নিজস্ব মিলনায়তনে সংগঠনের সভাপতি অধ্যাপক রায়হান উদ্দিনের সভাপতিত্বে ও ওয়াহিদ মুরাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় আলোচনা করেন সংস্কৃতি কর্মী মুহাম্মদ আলী জিন্নাত, প্রকৌশলী বদিউল আলম, আবদুল মতিন আজাদ, মোহাম্মদ আলম শাহ, সত্যপ্রিয় চৌধুরী দোলন, আবু নাছের চৌধুরী, জুলফিকার আলী, পরেশ দে, তালেব মাহমুদ, বিশ^জিত ধর লালন, ইলিয়াছ মামুন, জাহাঙ্গীর আলম ও নাছির উদ্দিন দীপু প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা কক্সবাজারের সংগীতাঙ্গনে ওস্তাদ আবু বক্কর ছিদ্দিকীর অবদানের নানাধিক তুলে ধরে তার অবদানকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তার নামে স্মৃতি পদক পুরস্কার চালুর ঘোষনা দেন।