বার্তা পরিবেশক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পেকুয়া উপজেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে ০৬ (ছয়) সদস্যের (আংশিক) নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। পেকুয়া উপজেলা বিএনপির কার্যক্রমকে আরোও গতিশীল, সু-সংহত ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটিতে বাহাদুর শাহ সভাপতি, মাষ্টার জুবাইর সিনিয়র সহ-সভাপতি, ইকবাল হোছাইন সাধারণ সম্পাদক, শাহ নেওয়াজ মেম্বার যুগ্ম-সাধারণ সম্পাদক, শাফায়েত আজিজ চৌধুরী রাজু সাংগঠনিক সম্পাদক এবং ইউসুপ রুবেলকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা শাখার সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক পিপি এড. শামীম আরা স্বপ্না ০১ আগষ্ট মঙ্গলবার উক্ত কমিটি (আংশিক) অনুমোদন করেছেন।
উক্ত কমিটিকে আগামী ১৫ (পনের) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা বিএনপি বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসূফ বদরী প্রেরিত ই-মেইলের মাধ্যমে এই তথ্য জানা যায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।