সিবিএন:
কক্সবাজার সদরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান খুরুশকুল উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেছেন মোহাম্মদ নাজিম উদ্দিন।
মঙ্গলবার (১ আগষ্ট) তিনি আনুষ্ঠানিক দায়িত্বভার বোঝে নেন।
এ উপলক্ষ্যে স্কুল প্রাঙ্গনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খুরুশকুল ইউপি চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন জসিম।
এ সময় শহরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান শহীদ এরশাদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক কাজী দিদারুল আলম, স্কুল পরিচালনা কমিটির সদস্য আমান উল্লাহসহ গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ নাজিম উদ্দিন গণিত ও বিজ্ঞান বিষয়ে পরিচিত শিক্ষক। তার শিক্ষকতা শুরু চকরিয়া উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কিশলয় আদর্শ শিক্ষাতনে।ওখানে একাধারে তিনি ১৯ বছর শিক্ষকতা করেন।
ইতোপূর্বে তিনি কক্সবাজার বায়তুশ শরফ আদর্শ জব্বারিয়া একাডেমী ও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেন।
মেধাবী শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিনের গ্রামের বাড়ী চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকায়। দায়িত্ব পালনে তিনি স্কুলের শিক্ষক, পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
একই সঙ্গে প্রধান শিক্ষক পদে তাকে নিয়োগ দেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বর্তমানে তার শিক্ষকতা জীবন ২৩ বছর।