সংবাদ বিজ্ঞপ্তি:
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার ছাত্র হাসসান সাঈদ ওবাইদুল্লাহ আজ হিফযুল কুরআন সমাপন উপলক্ষ্যে
মাদরাসা কর্তৃপক্ষ এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন ক্বারী সাইফুল্লাহ কাসেমী। মাদরাসার কো-অর্ডিনেটর আব্দুশ শাকুর বাদশার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মহতি প্রোগ্রামে সভাপতিত্ব করেন মাদরাসার প্রিন্সিপাল হাফেজ রিয়াদ হায়দার । সকল ছাত্র শিক্ষকদের প্রাণবন্ত উপস্থিতিতে হিফয সমাপনকারী ছাত্র হাস্সানের আব্বু মাওলানা আব্দুল মান্নান সাহেবের আনন্দ বিজড়িত অভিব্যক্তি প্রোগ্রামকে করে তোলে আবেগময় ।
সর্বশেষ মাদরাসা , দেশ, জাতি ও মানবতার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের আমন্ত্রিত মেহমান ক্বারী সাইফুল্লাহ কাসেমী।