খালেদ হোসেন টাপু, রামু:
রামু ক্রসিং হাইওয়ে থানা পুুলিশ একটি সিএনজি চল্লাশী চালিয়ে ২ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ ৩জন পাচারকারীকে আটক করেছে। আটককৃতরা সিএনজি যোগে যাত্রী বেশে কক্সবাজার শহরে ইয়াবা নিয়ে যাচ্ছিল।
সোমবার রাত ১২ টার দিলে রামু তুলাবাগান এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে ডিউটিরত অবস্থায় রামু ক্রসিং হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলামের নির্দেশে এস আই সোহেল রানা একটি সিএনজি তল্লাশী চালিয়ে যাত্রী উখিয়া হ্নীলা এলাকার সুলতান আহম্মদের ছেলে মোঃ হানিফ (২০), এজাহার মিয়ার ছেলে আবুল হাসেম (৫৩) ও মৃত জাফর আলম ওমর ফারুক (২৫)কে ইয়াবাসহ আটক করে।
রামু ক্রসিং হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড় একটি ইয়াবার চালান আসছে জানতে পেরে তুলাবাগান কক্সবাজার-টেকনাফ সড়কে অপেক্ষা করছিল পুলিশ । কিছুক্ষণ পর কক্সবাজারমুখি একটি সিএনজি থামিয়ে তল্লাশী চালালে তিন যাত্রীদের কাছ থেকে ২৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।