হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
নির্যাতনের শিকার স্ত্রীর দায়ের করা অভিযোগে মাদকাসক্ত স্বামীকে ৩ মাসের বিনাশ্রম সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ৩১ জুলাই দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন ছিদ্দিক এ আদেশ দেন। দন্ডিত মাদকাসক্ত ব্যক্তি উপজেলার সাবরাং গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত আবদুর রহমানের পুত্র আবদুল করিম (৩২)।
নির্যাতনের শিকার স্ত্রী শহিদা বেগম (২৫) জানান তাঁদের সংসারে নাহিদা করিম নিপা (৭) এবং উম্মে সালমা (৪) নামে ২ জন শিশু কন্যা রয়েছে। এমনিতেই অসচ্ছল পরিবার, উপরন্ত স্বামী আবদুল করিম মারাতœকভাবে মাদকাসক্ত। মাদক সেবনের টাকার জন্য রাতদিন অসহায় স্ত্রীকে মারধর করত। স্থানীয়ভাবে কোন সুরাহা না হওয়ায় নিরুপায় হয়ে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মাদকাসক্ত আবদুল করিমকে (৩২) আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন। এর আগে মেডিকেল রিপোর্টে আবদুল করিমকে মাদকাসক্ত ঘোষণা করা হয়। ৩ মাসের বিনাশ্রম সাজা ঘোষণার পর মাদকাসক্ত আবদুল করিমকে কক্সবাজার কারাগারে হস্তান্তর করতে টেকনাফ মডেল থানায় প্রেরণ করা হয়েছে।