হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
নাফ নদীতে মাছ ধরা বন্ধের বিষয়ে জরুরী সভা ৩১ জুলাই সকাল ১০টায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিক। উর্ধতন কতৃপক্ষের নির্দেশে টেকনাফ উপজেলা প্রশাসন এই জরুরী সভার আয়োজন করেন।
সভায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ ইমরান হোসেন চৌধুরী, সহকারী কমিশণার (ভুমি) প্রণয় চাকমা, টেকনাফ মডেল থানার ওসি তদন্ত শেখ আশরাফুজ্জামান, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী টেকনাফ স্টেশনের সিসি মোঃ শহিদ উল্লাহ, ডিজিএফআই’র মোঃ আনসার হোসেন, বিজিবি’র ইসমাইল হোসেন, এনএসআই’র ফিল্ড অফিসার রফিকুল ইসলাম, জাতীয় মৎস্যজীবি সমিতির সভাপতি মোঃ আবু হারেছ বক্তব্য রাখেন।
এতে ইয়াবা চোরাচালান বন্ধে নাফ নদীতে রাতের বেলা মাছ শিকার নিয়ে ব্যাপক আলোচনা. পেশাদার জেলেদের তালিকাভুক্তি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কতৃক দাখিলকৃত তালিকা যাচাই ও পর্যালোচনা, তালিকাভুক্ত প্রকৃত জেলেদের রেশণের আওতায় আনা ইত্যাদি বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা এবং সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ জরুরী সভায় কোন নির্বাচিত জনপ্রতিনিধি উপস্থিত ছিলেননা।
নাফ নদীতে মাছ ধরা বন্ধে জরুরী সভা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।