প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে তৃনমূলে দলকে সুসংগঠিত করার আহবান জানিয়েছেন কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সাংসদ ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, কক্সাবাজার সংসদীয় আসনে ২১টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে পুরোদমে। সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে সোমবার (৩১ জুলাই) বিকালে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অভিযান উদ্বোধন করেন। প্রথমেই সদস্য ফরম নবায়ন করেন সদর বিএনপি’র সভাপতি সুবেদার মেজর (অবঃ) আব্দুল মাবুদ। মাসব্যাপী এই অভিযানকে ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জেলাব্যাপী ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে। তিনি শহর থেকে গ্রাম পর্যন্ত এই কর্মসূচি ছড়িয়ে দিতে দলীয় নেতাকর্মীদের পরামর্শ দেন। সদর উপজেলা বিএনপি’র সভাপতি সুবেদার মেজর (অবঃ) আব্দুল মাবুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্হিত ছিলেন, সদর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হক মিয়াজি, জেলা আইনজীবি ফোরাম সভাপতি এডঃ সেলিম উল্লাহ, খুরুশকুল বিএনপি’র আহবায়ক আমানুল হক আমান, ভারুয়াখালীরর চেয়ারম্যান ইউনিয়ন বিএনপি’র সম্মানিত উপদেষ্টা শফিকুর রহমান, সদর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মমতাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ইমাম খালেদ স্বপন,
ভারুয়াখালী সভাপতি আহবায়ক মাষ্টার গোলাম কাদের, পিএমখালী সভাপতি মোহাম্মদ ছৈয়দ নূর সওদাগর, ঝিলংজা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোস্তফা কামাল, খুরুশকুল বিএনপি’র যুগ্ম-আহবায়ক ফয়েজ উল্লাহ মেম্বার, চৌফলদন্ডী সেক্রেটারী মোর্শেদ আলম ছফর, বিএনপি নেতা, জিয়াউল হক, মাষ্টার আবু তাহের, শাহ আলম ছিদ্দিকী, মোহাম্মদ হোসেন বদি, নাছির উদ্দিন, হাজী দিল মোহাম্মদ মেম্বার, কামাল হোসেন, শামশুল হক, শামশুল হক চৌধুরী, ডাঃ আব্দু শুক্কর, হাজী আব্দু রহিম, সাইফুল্লাহ নূর, হামিদুল হক, নুরুল বশর, মোহাম্মদ হোসেন বদি, রাশেদ উল্লাহ, জুলকার নাঈম, জাকের হোসেন মেম্বার, লিয়াকত আলী মেম্বার, এডঃ গিয়াস উদ্দিন, ইসলাম মেম্বার, আবু মুসলেম, সদর যুবদলের সভাপতি ফরিদুল আলম, সিনিয়র সহ-সভপতি মোহাম্মদ আবদুল্লাহ্, সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, যুগ্ম-সম্পাদক খালেদ মোশাররফ, মোতাহের হোসেন, সাংগঠনিক সম্পাদক মাছন আলী, সদর ছাত্রদলের সভাপতি শাহীনুল কাদের লিমন, সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার রানাসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন।
সদর বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন কেন্দ্রীয় নেতা কাজল
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।