মো. নুরুল করিম আরমান, লামা:

বান্দরবানের লামা উপজেলায় মাংক্রাত ¤্রাে (৫৫) নামের বৃদ্ধকে খুন করে লাশ গুম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোমবার দুপুরে ত্রিডেবা খামার পাড়ার বাসিন্দা অংক্যথোয়াই মার্মার ছেলে মংছাচিং মার্মাকে (২৫) পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। নিহত মাংক্রাত ¤্রাে পাশর্^বর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি হেডম্যানপাড়ার রেংলক মুরুং এর ছেলে। আটক মংছাচিং মার্মা প্রাথমিক জিঙ্গাসাবাদে বৃদ্ধকে হত্যা করার ঘটনা স্বীকার করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাংক্রাত মুরুং লামা উপজেলার ত্রিঢেবা এলাকায় তার নিজের জমি লাগিয়ত করে টাকা নিয়ে রবিবার বিকালে বাড়ি ফিরছিলেন। এ সময় মংছাচিং মার্মা তাকে কুপিয়ে হত্যার পর লাশ গুম করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক খুন করার কথা স্বীকার করলেও সোমবার রাত সাড়ে ৭টা পর্যন্ত লাশের হদিস পাওয়া যায়নি। তবে আটককৃত যুবককে সাথে নিয়ে ঘটনাস্থলের দূর্ঘম পাহাড়ি এলাকায় পুলিশ লাশ উদ্ধারে অভিযান অব্যাহত আছে।