নুরুল কবির বান্দরবান থেকে :
বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ২০১৭-১৮ অর্থবছরে সংস্থাপন ও উন্নয়ন ব্যায়সহ ৬৭ কোটি ৬০ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছে। যা গত বছরের তুলনায় ৭ কোটি টাকা বেশি। সোমবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন । প্রস্তাবিত বাজেটে উন্নয়ন প্রকল্প ব্যয় ৫২ কোটি ৭৩ লাখ এবং সংস্থাপন ব্যয় ১৪ কোটি ৮৬ লাখ টাকা ধরা হয়েছে।
বাজেট ঘোষণায় জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা সকল পর্যায় পাহাড়ের শিক্ষার মান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ও কৃষি উন্নয়ন, দারিদ্র্য হ্রাস করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা প্রকল্প গ্রহণ, অবকাঠামো উন্নয়নসহ পর্যটন শিল্পের বিকাশের উন্নয়নে জেলা পরিষদকে সর্বস্থরের মানুষের সহায়তা কামনা করেন।
তিনি আরো বলেন- স্বল্প এ বাজেটে যতদূর সম্ভব বান্দরবানবাসীর আশা আকাঙ্খা প্রতিফলনের চেষ্টা করা হয়েছে। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, উপজেলা পরিষদ, এলজিইডি, ইউএনডিপি, এডিবি সহ স্থানীয় এনজিও সমূহ এ জেলায় উন্নয়ন মূলক প্রকল্প গ্রহণ করে থাকে। তাঁদের সাথে সমন্বয়পূর্বক এ জেলার উন্নয়নমূলক কার্যক্রমের ধারাকে অব্যাহত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
২০১৭-১৮ অর্থ বছরে ক্ষুদ্র ও কুটির শিল্পে ৯ কোটি ৬৭লাখ ৯৮০, পরিবহন ও যোগাযোগ ৯কোটি ৪৬লাখ ৯৫হাজার ৮১০, কৃষি ও সেচ ৬কোটি ৪৭লাখ ৯১হাজার ৮৭০, শিক্ষা উন্নয়ন ১ কোটি ৯৫লাখ ৮৩হাজার ৭৪০, স্বাস্থ্য ও সমাজ কল্যাণে ৬ কোটি ৯৭লাখ ৭৫হাজার ৮৮০, পশু সম্পদ ও মৎস্য কোটি ৯৯লাখ ৩৫হাজার ৯৬০, অন্যান্য নির্মাণ ও বস্তগত অবকাঠামো ৬কোটি ৯৭লাখ ৭৫হাজার ৮৬০, আর্থ সামাজিক নিরাপত্তা কর্মসূচী ২কোটি ৪৯লাখ ১৯ হাজার ৯৫০, ক্রীড়া ও সাংস্কৃতিক ১কোটি ৪৯লাখ ৫১হাজার ৯৭০ টাকাসহ উন্নয়ন ব্যয়, রাজস্ব উন্নয়ন ব্যয়, ভূমিঅধিগ্রহণ ও সম্পদ সংগ্রহ/ক্রয়সহ সর্বমোট ৬৭ কোটি ৬০লাখ টাকা।
বাজেট অনুষ্ঠানে বান্দরবান পাবত্য জেলা পরিষদের মুখ্য নিবাহী কর্মকর্তা শহিদুল আলম, নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, ফাতেমা পারুল, তিং তিং ম্যা, থোয়াইলাঅং মারমা, জুয়েল বম,মোস্তাফা জামালসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।