জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
উপজেলা পর্যায়ে ৪৬তম আন্ত: স্কুল মাদ্রাসা ফুটবল খেলাকে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার সকালে ক্লাস বর্জন করে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শ্রেনি কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, লোহাগাড়া উপজেলার আন্ত: স্কুল মাদ্রাসার ফুটবল প্রতিযোগিতার তিন ভেন্যুতে তিন স্কুল চ্যাম্পিয়ন হওয়া অমীমাংসিত খেলা ট্রাইবেকারে না গিয়ে তিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাত করে টসের মাধ্যমে নির্ধারিত করেন কোন ২ দল ফাইনাল খেলাবে? টসে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় হেরে যায়। ৩১ জুলাই ফাইনাল খেলা। সকালে এসে শিক্ষার্থীরা জানতে পারেন পদুয়া স্কুল টসে হেরে ফাইনাল থেকে ছিটকে পড়ে। তখনই বিদ্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, বিক্ষুভদ্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয আঙ্গিনা ও রাস্তায় স্লোগানে স্লোগানে পদুয়া বাজারে মিছিল বের করেন। বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ও পদুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালয় পরিদর্শন করেন। পদুয়া ইউপি চেয়ারম্যান বিক্ষুভদ্ধ শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং সমাধানের চেষ্টা করেন।
বিক্ষোভদ্ধ শিক্ষার্থী সৈকত,তাসভী ও তারেক বলেন, কোন প্রকার দলীয় ক্যাপ্টানের পরামর্শ ছাড়া সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। প্রতিটি ম্যাচে তারা জয়ী হয়েছেন। ফাইনালেও তাদের স্কুল জয়ী হবে এমন প্রত্যাশ্যা। নতুন আইন চলবে না। খেলা চলতে হবে। শিক্ষার্থী মাওয়া ও তাছমিন বলেন, জ্ঞান অর্জন করতে এসেছি কিন্তু আন্দোলন করনে নই। তারা আরো বলেন, বিদ্যালয়ে তালা ঝুলে দেখে দুঃখ পেয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদুর রহমান বলেন, সিদ্ধান্তটা উপজেলা নির্বহী অফিসার নিয়েছেন। সেটাকে না বলতে পারেননি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহাবুবুর রহমান বলেন বিষয়টি না বুঝে শির্ক্ষাথীরা বিক্ষোভ করেছে। বিষয়টি সমাধান হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।