জাহেদুল ইসলাম, লোহাগাড়া
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া চাকফিরানী এলাকায় ৩১ জুলাই দিনগত রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় একটি দেশীয় তৈরী এলজি ও দুটি কার্তুজসহ নাজিম ডাকাতকে ২ সহযোগীসহ আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। আটককৃতরা হলেন, বড়হাতিয়ার নাজিম ডাকাত, জাহেদ ও বাশঁখালীর শাহাদাত ডাকাত। বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জোনাইূদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন চুনতি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল জলিল।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহজাহান পিপিএম বার বলেন, লোহাগাড়া থানার নিয়মিত অভিযানের অংশ হিসেবে অস্ত্র ও কার্তুজসহ তিনজনকে আটক করা হয়। অভিযান অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।