এফ এম সুমন, পেকুয়া:
পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজে ২০১৭ সালের এইচএসসি পরিক্ষায় ভাল ফলাফল অর্জনকারী ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর হাতে এই বই তোলে দেন কলেজের অধ্যক্ষ মু:ওবায়দুর রহমান।
এসময় তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার মান উন্নয়নে সকল প্রকার সুযোগ সুবিধা দিতে কলেজ কর্তৃপক্ষ সব সময় আন্তরিক। আমরা চাই এই কলেজ একদিন চট্টগ্রাম বোর্ডের অন্যতম সেরা কলেজে পরিনত হোক। এই কলেজের সকল শিক্ষকেরা আন্তরিকতার সহিত পাঠদান দিয়ে যাচ্ছেন বলেই এই কলেজ আজ মাথা উচু করে দাড়িয়েছে। এই সম্মান আমার একার নয় এই সম্মান আমরা সবার। তিনি কলেজের সাথে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জানান।
বই বিতরণকালে উপস্থিত ছিলেন- বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মোস্তফা জামান খারেছ , গণিত বিষয়ের প্রভাষক মো নাজেম উদ্দিন,ইংরেজী বিষয়ের প্রভাষক মো আলম, জীব বিদ্যা বিষয়ক প্রর্দশক মো.এনামুল হক আজাদ, দেলোয়ার হোছেন সিরাজী প্রমুখ।
উল্লেখ্য যে, সমপ্রতি ঘোষিত এইচএসসি পরিক্ষায় এই কলেজ কক্সবাজার জেলায় এমপিওভুক্ত কলেজের মধ্যে এক নাম্বার ও সাধারণভাবে দ্বিতীয় স্থান অধিকার করে।