শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার পোকখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক নারী ইউপি সদস্য পারভীন আকতারের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনাটি ঘটে।
পারভিন আকতার ইউনিয়নের পশ্চিম ইছাখালী গ্রামের মোহাম্মদ রশিদের স্ত্রী এবং ৬ সন্তানের জননী।
তিনি ইউনিয়ন পরিষদের ১.২.৩ নং সংক্ষিত ওয়ার্ডের নির্বাচিত নারী সদস্য ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, পারভিন ফজরের নামাজ আদায় করে পারিবারিক কাজ করার সময় বাড়ির টিনে হাত দেওয়ার সময় অসবধানতা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরিবারের সদস্যরা উদ্ধার করে দ্রুত ঈদগাহস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পোকখালী ১নং ওয়ার্ডের মেম্বার কামরুল এহসান বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।