সিবিএন ডেস্ক:
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন চার দিনের সফরে বুধবার ঢাকা আসছেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ওআইসি মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই হবে তাঁর প্রথম বাংলাদেশ সফর। এ সফরে তিনি পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

ওআইসি মহাসচিব বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সাক্ষাৎ করবেন।

ওআইসি মহাসচিব শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন এবং পরে তাঁর সম্মানে পররাষ্ট্রমন্ত্রী এক নৈশভোজের আয়োজন করবেন।

ড. ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিনের শুক্রবার কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং সেখানে অবস্থানরত মিয়ানমারের রাখাইন মুসলমানদের সাথে কথা বলবেন।

উল্লেখ্য, বাংলাদেশ আগামি বছর ৪৫তম ‘ওআইসি কাউন্সিল অব মিনিস্টার্স’-এর আয়োজন করবে। এ জন্য দ্বিপাক্ষিক সহযোগিতার অন্যান্য ইস্যুর পাশাপাশি এ সফরে বাংলাদেশ-ওআইসি সচিবালয়ের মধ্যে আলোচনার সুযোগ সৃষ্টি হবে।