ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে তাসফিয়া সুলতানা রিপসা (৩) শাহারিয়ার ইমন জিহান (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সর্ম্পকে মামা-ভাগ্নি।
রবিবার(৩০জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নতুন পাড়া এলাকার এ ঘটনা ঘটে। নিহত তাসফিয়া সুলতানা রিপসা একই এলাকার শহিদুর রহমান মেয়ে ও শাহারিয়া ইমন জিহান হাজী বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পেকুয়া থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম বলেন, বাড়ীর সামনের পুকুরে পড়ে গেলে ভাগিনী রিপসাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় জিহান। এতে মামা-ভাগ্নি দুজনেরই মৃত্যু ঘটে। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।