সংবাদ বিজ্ঞপ্তি :
সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার সাংবাদিক ইউনিটির সদস্য অজিত কুমার দাশ হিমুকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার বেলা দুইটায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। জরুরী বৈঠকের সিদ্ধান্ত মতে হিমু আজ থেকে কক্সবাজার সাংবাদিক ইউনিটি’র কেউ নয়। সুতরাং তার ফেসবুক আইডি থেকে পোষ্ট করা কোন ধরণের বিতর্কিত স্ট্যাটাস কিংবা ব্যাক্তি মতামতের দায়ভার সংগঠন বহন করবেনা। পাশাপাশি সাংবাদিক সমাজের মানক্ষুন্ন হয় এমন কোন স্ট্যাটাস কক্সবাজার সাংবাদিক ইউনিটি কোনভাবেই সমর্থন করেনা। এদিকে সারাদেশে গণমাধ্যমের শক্রখ্যাত বিতর্কিত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র অপসারনের দাবীতে রোববার থেকে শুরু হওয়া আন্দোলনে কক্সবাজার সাংবাদিক ইউনিটি’র শতভাগ ্সমর্থন রয়েছে। তাই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের মানব্বন্ধনসহ সব ধরণের আন্দোলন কর্মসূচীতে সাংবাদিক ইউনিটি’র সমর্থন ও সহযোগীতা অব্যাহত থাকবে। কক্সবাজার সাংবাদিক ইউনিটি’র সভাপতি শাহাদাত হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শিপন পাল বিষয়টি নিশ্চিত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।