নিজস্ব প্রতিবেদক
হেফজ শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং সাধারণ মুসলিমদের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত নিশ্চিত করার লক্ষে আত্মপ্রকাশ করেছে ‘জাময়িয়্যাতুত তাহফিজিল কুরআনিল কারীম বাংলাদেশ’ নামে একটি অরাজনৈতিক-স্বেচ্ছাসেবী সংগঠন। সম্প্রতি কক্সবাজারের একটি অভিজাত হোটেল প্রথমে তিন সদস্যের আহ্বয়াক কমিটি গঠিত হয়। পরে শনিবার রাতে আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে উপস্থিত হাফেজে কুরআনদের ভোটে নির্বাচিত কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হলেন হাফেজ ইউনুছ ফরাজী, সাধারণ সম্পাদক হাফেজ রিয়াদ হায়দার, অর্থ সম্পাদক ক্বারী সাইফুল্লাহ কাসেমী, সহ-সভাপতি মুবিনুল হক, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোছাইন, সাংগঠনিক সম্পাদক রিদওয়ানুল কাবীর জুবাইর, প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক কাউছারুল হক, প্রশিক্ষণ সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক নুরুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক এহতেশামতুল হক মাদানী, সমাজ কল্যাণ ও গবেষণা সম্পাদক মাহমুদুল হাসান।
নির্বাচিত কমিটির তত্ত্বাবধানে পরামর্শ ও অভিভাবক কমিটি, গঠনতন্ত্র প্রণয়ন ও তহবিল গঠন করা হবে। এছাড়া সারাদেশকে সংগঠনটির আওতায় আনতে নিরলস কাজ করবে নির্বাচিত নেতৃবৃন্দ।
এদিকে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মক্কাস্থ দারুল ফায়েজিন মাদ্রাসার শিক্ষক ওয়ালী উল্লাহ হাজী নজির আহমদ আশ-শওকী বলেন, বাংলাদেশে শতকরা ৯৭ জন মানুষ মুসলমান। অথচ বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারে মাত্র শতকরা ৬ জন। এটি খুবই দুঃখজনক। এছাড়া বহু হেফজখানায় গতানুগতিকভাবে পাঠদান করা হচ্ছে। ‘জাময়িয়্যাতুত তাহফিজিল কুরআনিল কারীম বাংলাদেশ’ নামে সংগঠনটি হেফজ শিক্ষার্থী মানোন্নয়ন এবং কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখাতে নিঃস্বার্থভাবে কাজ করবে।