চীফ রিপোর্টার, সিবিএন:
টেকনাফের নাফ নদীর পাড় থেকে ৩ বস্তা ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ৩ টি বস্তায় ৪ লাখ ৩০ হাজার ইয়াবা পাওয়া গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। রোববার ভোররাত ৪টার দিকে কক্সবাজারের টেকনাফে উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নং স্লইসগেইট সংলগ্ন এলাকা থেকে ইয়াবা ভর্তি বস্তা ৩টি উদ্ধার করা হয়েছে।
টেকনাফ ২বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম পরিবর্তনকে জানিয়েছেন, উপজেলার সাবরাং সীমান্ত চৌকির ৫০০ গর্জ দক্ষিণে নাফনদীর ৫ নং স্লইসগেইট এলাকা দিয়ে ইয়াবার একটি চালান পাচারের হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযানের যায়। বিজিবির সদস্যদের উপস্থিতি দেখে কয়েকজন সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্যরা তিনটি বস্তা ফেলে দৌঁড়ে পাশ্ববর্তী গ্রামে ঢুকে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে পলিথিন ব্যাগে মোড়ানো প্রায় ১৩ কোটি টাকার মূল্যের ৪লাখ ৩০হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
তিনি বলেন, মালিক বিহীন উদ্ধার ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে এগুলো উধবর্তন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।