সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার সাংবাদিক সমিতির জরুরী সভা ২৯ জুলাই বিকেল ৫টায় শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়েছে। সমিতির সহ সভাপতি দৈনিক সাগর দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা সরওয়ারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, সাংগঠনিক সম্পাদক মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, সাংবাদিক এম. বেদারুল আলম, অনলাইন পত্রিকা কক্সবাজার কণ্ঠ ও কক্সবাজার নিউজ এজেন্সির সম্পাদক জসিম উদ্দিন ছিদ্দিকী, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক আলোকিত সময়ের কক্সবাজার প্রতিনিধি আবদুল আলীম নোবেল, অনলাইন পত্রিকা কক্সবাজার মেইল এর সম্পাদক আমির মোহাম্মদ রাশেদ।
এসময় উপস্থিত ছিলেন, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি হারুনর রশীদ, বিজয় টিভির জেলা প্রতিনিধি শাহ আলম, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি ও সমুদ্রকণ্ঠের চীফ রিপোর্টর মঈন উদ্দিন, বাংলা টিভির জেলা প্রতিনিধি রাশেদ রিপন প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক সাগর দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা সরওয়ারকে কক্সবাজার সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়। এছাড়া সমিতির কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কক্সবাজার সাংবাদিক সমিতি সম্পর্কে অপপ্রচারে সদস্য বা কোন মহলকে বিভ্রান্ত না হওয়ার জন্য বক্তারা আহবান জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।