”গীতার আর্দশকে কাজে লাগিয়ে সমাজ সংস্কারে সকলকে এগিয়ে যেতে হবে”

প্রেস বিজ্ঞপ্তি :

গীতা হচ্ছে সনাতনী সম্প্রদায়ের সংবিধান ও রক্ষাকবচ। সেই গীতার আর্দশ ও শিক্ষাকে যদি আমরা সমাজের মধ্যে কাজে লাগাতে পারি তাহলে সমাজ থেকে সকল প্রকার বৈষম্য, হিংসা-বিদ্বেষ ভুলে সুন্দরের পথে এগিয়ে যাওয়া সম্ভব। গোলদিঘীর পাড়স্থ শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কক্সবাজার জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তারা উপরোক্ত কথা বলেন। বাগীশিক জেলা সংসদের সভাপতি রাজন আচার্য্যর সভাপতিত্বে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি অধ্যাপক ডাঃ বিনয় পালের মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন এবং হরি সাধন পালের গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়া ওই মাঙ্গলিক অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয় বলেন-গীতা ও নৈতিক শিক্ষায় পারে সমাজে একজন প্রকৃত মানুষ তৈরি করতে। গীতা সংবিধানের ধারাবাহিকতায় জীবন অতিবাহিত করতে পারলেই মানব জীবন সার্থক ও সুন্দর হবে। এতে প্রধান অতিথি’র বক্তব্যে ধর্ম মন্ত্রণালয়াধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন বলেন-গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মূখনিসৃত বাণী। তাই গীতার প্রেমে সকল সনাতনীকে উদ্বুদ্ধ হতে হবে। এই মাঙ্গলিক অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়াকে। এতে মহান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ বনি ও প্রধান বক্তা ছিলেন-বাগীশিক কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শুভাশিষ শর্মা। বাগীশিক কক্সবাজার সদর উপজেলা সংসদের আহবায়ক সাংবাদিক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন-বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক এস. প্রকাশ পাল, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কালাচাঁন্দ ভট্টাচার্য্য সীমান্ত, কেন্দ্রীয় সংসদের দাতা সদস্য চন্দন দেবনাথ, জেলা বাগীশিকের উপদেষ্টা রাজ বিহারী চৌধুরী, কাজল পাল সিআইপি, এস.কে আচার্য্য, মৃনাল আচার্য্য, সদর পুজা কমিটির সভাপতি দীপক দাশ, পৌর পূজা কমিটির সাধারণ সম্পাদক স্বপন গুহ। এতে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন-বাগীশিক জেলা সংসদের সাধারণ সম্পাদক নারায়ন দাশ সাংগঠনিক সম্পাদক পুলক আচার্য্য, চকরিয়া পৌর পূজা কমিটির সভাপতি টিটু বসাক, বাগীশিক কর্মকর্তা সজল ধর, মৃদুল মল্লিক, সুমন কান্তি দে, জ্যোতি মল্লিক বাবু, সাংবাদিক শিপন পাল ও বিন্ডু আচার্য্য অজয় (সদর), প্রাণাশিষ দে ও লিটন দাশ (চকরিয়া), অধ্যাপক সন্তোষ কুমার শীল (টেকনাফ), অমল ভট্টাচার্য্য (উখিয়া), সুব্রত দত্ত (মহেশখালী), সুকুমার শীল (পেকুয়া), বিমল শীল বৈঞ্চব (কুতুবদিয়া), কমল কৃষ্ণ ঘোষ (মহেশখালী) প্রমুখ। সম্মেলন শেষে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে রাজন আচার্য্যকে সভাপতি, নারায়ন দাশকে সাধারণ সম্পাদক, পুলক আচার্য্যকে সাংগঠনিক সম্পাদক, তপন ধরকে অর্থ সম্পাদক ও সজল ধরকে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়। উক্ত সম্মেলনে সাংবাদিক বলরাম দাশ অনুপমকে আহবায়ক ও বিন্ডু আচার্য্য অজয়কে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট সদর উপজেলা সংসদের আহবায়ক কমিটিও অনুমোদন দেয়া হয়।