প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার উত্তর বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার কক্সবাজার উত্তর বন বিভাগ জোয়ারিয়ানালা রেঞ্জাধীন মালাপাড়া ঘাট নামক এলাকার প্রবাসী বদরুজ্জামানের বাড়ী হইতে অবৈধ গর্জন গাছ উদ্ধার করেন। শহর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান জানান কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ এর নির্দেশনায় এবং সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেন এর সার্বিক তত্বাবধানে বিশেষ টহল বাহিনী, রেঞ্জ কর্মকর্তা, বাঘখালী, মেহেরঘোনা ও জোয়ারিয়ানালা যৌধ অভিযানে এই সব অবৈধ গর্জন রদ্দা কাঠ উদ্ধার করা হয়। প্রায় ৪০ ঘনফুট গর্জন কাঠ জোয়ারিয়ানালা খাল দিয়ে ভেলা সাজিয়ে ব্যাংডেপা হইতে মালাপাড়া ঘাটে নিয়ে আসে পাচারকারীরা। গর্জন রদ্দাগুলো জব্দ করে বিভাগীয় দপ্তর ডিপো কক্সবাজার আনা হয়েছে।
এ ব্যাপারে বিভাগীয় বন কর্মকর্তা বলেন, অবৈধ গাছ চোরদের কোন ধরণের ছাড় দেওয়া হবে না, এর সাথে জড়িতদের বিরুদ্ধে পি.ও.আর. মামলা দায়ের করা হবে। এসব অবৈধ কার্যক্রম বন্ধ করার জন্য সকল রেঞ্জ ও বিট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং টহল জোরদার করতে বলা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।