শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও
কক্সবাজার সদর মডেল থানার আওতাধীন ঈদগাঁও পুলিশের বিশেষ অভিযানে ফের তিনটি মামলার সাজাসহ ১০ মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী ইসলামপুর নাপিতখালী এলাকার হাজ্বী আব্দু করিম সিকদারের পুত্র একাধিক চেক প্রতারনা মামলার পলাতক আসামি মাস্টার জহির আহমদ ওরপে জহির মাস্টার।পুলিশ সুত্রে জানা যায় ২৯ জুলাই বিকেল ১.৩০ মিনিটের দিকে বাসস্টেশন ঈদগাহ লাইন পরিবহন কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ্জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই লিটনুর রহমান জয় ও মোঃ নছিমুদ্দীন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।তার বিরুদ্ধে চেক প্রতারনা মামলার দায়েরকৃত সিআর ৪২/১১ ছয় মাসের সাজা,সিআর ৮১/১১ বর্তমানে এসটি ১৬৪/১৩ তিন মাস,সিআর ১২০৭/১৩ চার মাস সাজাসহ আরও সাতটি মামলার পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদ পেয়ে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান,সদর থানার আওয়াধীন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ঈদগাঁওতে ১০ মামলার পলাতক আসামী গ্রেফতার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।