সংবাদদাতা:
নাগরিক ভোগান্তি কমানো ও কক্সবাজার শহরে জলাবদ্ধতা নিরসনে অভিযানে নেমেছে কক্সবাজার পৌর প্রশাসন। শুক্রবার (২৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার পেশকারপাড়া, বড় বাজার, কালুর দোকান, হাফেজ মিয়ার পেট্রোল পাম্প থেকে হাশেমিয়া মাদ্রাসার গেইট পর্যন্ত ড্রেন পরিস্কার কাজ চালানো হয়।
পরিস্কার পরিচ্ছন্নতা কাজে সাধারণ শ্রমিকদের পাশাপাশি স্থানীয় লোকজনও স্বতঃস্ফূর্ত সহযোগিতা করে এবং পৌর কর্তৃপক্ষের উদ্যোগকে স্বাগত জানায়।
পরিচ্ছন্নতা অভিযানের বিষয়ে পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী জানান, কিছু কিছু জায়গায় ড্রেন দখল করে স্থাপনা ও নির্বিচারে পাহাড় কাটার কারণে পৌরসভার অনেক জায়গায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। এতে ভোগান্তির শিকার হয় পৌরবাসী।
তিনি জানান, সাম্প্রতিক সময়ের টানা বর্ষণে অধিকাংশ ড্রেন ভরে গেছে। বিষয়টি বিবেচনা করে ড্রেন পরিস্কারের কাজ শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার সব ওয়ার্ডের ড্রেন পরিস্কার করা হবে বলে জানান মেয়র মাহবুব।
নালা-নর্দমার আবর্জনা সরিয়ে নিচ্ছে পৌরসভা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।