কুতুবদিয়া সংবাদদাতা:
কুতুবদিয়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ২৮ জুলাই বিকাল আনুমানিক সাড়ে ৪টায় উপজেলার আলী আকবর ডেইল কাজীর পাড়ায় পানি ডুবির ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কাজীর পাড়ার নেছারুল ইসলামের শিশু কণ্যা তানিয়া (২) খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায়। বেশ কিছুক্ষণ খোঁজা-খুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত ঘোষনা করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।