উ‌খিয়া সদর স্টেশ‌নে বিএন‌পি অ‌ফি‌সের সাম‌নে এই ময়লার স্তুপ।উপ‌জেলা গেই‌টের রাস্তার প‌শ্চিম পাশ থে‌কে শুরু ক‌রে ষ্টেশ‌নের দ‌ক্ষিণ অংশ পর্যন্ত পু‌রো উ‌খিয়া সদর এলাকা‌টি ময়লা আবর্জনায় ভ‌রে গে‌ছে।

ফ‌লে সৌন্দর্য হারা‌চ্ছে আমা‌দের উ‌খিয়া। তাই প্র‌ত্যে‌কের সুদৃ‌ষ্টি কামনা কর‌ছি।

ছবির ক্যাপশন:
হুমায়ুন কবির জুশান, উখিয়া।