বিকাল ৩ টায় জানাযা

রফিক মাহমুদ, উখিয়া:

বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি আলী আহমদ এর শ্রদ্ধেয় পিতা আলহাজ¦ আহমদ উল্লাহ আর নেই। তিনি ২৮জুলাই শুক্রবার ভোর ৩টা ১৫মিনিটের সময় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নাল্লিলাহি…….রাজিওন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬০বছর।

আজ ২৮জুলাই শুক্রবার বিকাল ৩টায় উখিয়া উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে বলে জেলা ছাত্রলীগের সাবেক সভপিতি আলী আহমদ জানিয়েছেন।

মরহুম আলহাজ¦ আহমদ উল্লাহ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবনিয়া গ্রামের বাসিন্দা।তাঁর স্ত্রী, ৫ পুত্র ৪ মেয়ে রয়েছে।  তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে মরহুমকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।