সিবিএন ডেস্ক:
ইউএনও তারিক সালমানকে হেনস্তার ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন উইং এর দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারীকে ওএসডি করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এর আগে ইউএনও সালমান হেনস্তার ঘটনায় বরিশাল ও বরগুনার ডিসি, ছয় পুলিশ সদস্য প্রত্যাহারের পর অতিরিক্ত সচিবের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়। এছাড়া বরিশালের চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলোচিত বিচারক আলী হোসেনকে জামালপুরে বদলির সুপারিশ সুপ্রীম কোর্টে পাঠিয়েছে আইন ও বিচার বিভাগ।