ছালাম কাকলী:

ডুলাহাজারা মালুমঘাট হাঁইওয়ে ফাড়ির পুলিশ অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা বড়িসহ একটি পিকআপ ও ২পাচার কারীকে আটক করেছে । আটক কৃতরা হচ্ছে সাতক্ষীরা জেলার করলোয়া উপজেলার কুলসী এলাকার ইমান আলীর পুত্র মোস্তাফিজুর রহমান (৪৫) ও একই জেলার বজ্র বাদশা এলাকার বদিউজ্জামানের পুত্র শাহিদুর রহমান । তবে আটককৃতরা জানান, জব্দ কৃত ইয়াবার সংখ্যা ১লাখ ।

মালুমঘাট হাঁইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি রুহুল আমীন জানান ,গুপন সংবাদ পেয়ে তার সংগীয় পুলিশ পোর্স নিয়ে কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কে মেধাকচ্ছপিয়া ঢালায় ২৭ জুলাই ভোর থেকে উৎপেতে থাকে । সকাল ৯টা ১৫মিনিটের সময় ঢাকা মেট্রো-ড-১১-০২৭৩ নং একটি পিকআপ দক্ষিণ দিক থেকে চট্রগ্রামের দিকে যাচ্ছিল । গাড়িটি মেধাকচ্ছপিয়া ঢালায় পৌছা মাত্রই তিনি বেড়িকেট দিয়ে গাড়িটি থামাতে বাধ্য করে ।এ সময় গাড়ির পাটাতনের নিচে কৃত্রিম বক্স থেকে প্রায় কোটি টাকা মূল্যের ৩০ হাজার পিচ ইয়াবা উদ্বার করতে সক্ষম হন।
এসময় ড্রাইভার মোস্তাফিজ ও হেলপার শাহিদুর রহমানকে আটক করতে সক্ষম হন। আটক কৃতদ্বয় ও গাড়ির বিরুদ্বে তিনি বাদী হয়ে থানায় মামলা রুজু করেছেন।এদিকে আটক কৃত ড্রাইভার জানান , জব্দকৃত ইয়াবার সংখ্যা ১ লাখ ।
বক্স খোলার সময় উপস্থিত লোক জানান,ইয়াবার সংখ্যা অন্তত পক্ষে লাখের উপরে হলেও মাত্র ৩০ হাজার স্বীকার করায় ডুলাহাজারায় চলছে এস আই রুহুল আমিনের বিরুদ্বে চলছে সমালোচনার ঝড় ।