সিবিএন:
মসজিদে জুমার খুতবাসহ বিভিন্ন সভা সমাবেশে মাদকের ভয়াবহতা তুলে ধরে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার এর উপ-পরিচালক খাজা আহমদ মিয়াজী। ২৬ জুলাই ৭৬১৮ (৩০০০) স্মারকে তিনি জেলার বিভিন্ন মসজিদের ইমামদের কাছে পত্র পাঠিয়েছেন।
পত্রে উল্লেখ করেছেন, মাদকাসক্তি আমাদের দেশ ও সমাজের উজ্জল ভবিষ্যতকে ধংস করছে। মাদকদ্রব্যের অপব্যবহাররোধে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে জাগ্রত করে ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তুলা সবার দাবী। পবিত্র কুরআন হাদিসের আলোকে মাদকের কুফল বর্ণা করে বক্তব্য উপস্থাপনের জন্য মসজিদের ইমাম ও খতিবসহ সবার প্রতি তিনি অনুরোধ করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।