খালেদ হোসেন টাপু, রামু:
রামু উপজেলার তুলাবাগান হাইওয়ে পুলিশ ৫ হাজার পিস ইয়াবাসহ নুর আয়েশা নামে এক নারীকে আটক করেছে।
বুধবার (২৬ জুলাই) রাত আটটার দিকে পায়ে হেঁটে তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ি অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সড়কের উপর থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক নুর আয়েশা (৩০) উখিয়ার হিজলিয়া এলাকার মৃত ইব্রাহিমের স্ত্রী বলে জানা গেছে।
তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোজাহিদুল ইসলাম ইয়াবাসহ নারী পাচারকারীকে আটকের বিষয় নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।