শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:
কক্সবাজার সদরের ঈদগাঁওতে অভিযান চালিয়ে স্ত্রীর দায়ের করা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ জুলাই ভোরে তাকে নিজবাড়ী থেকে গ্রেফতার করা হয়। সে ভোমরিয়াঘোনার আবদু ছত্তারের পুত্র রবিউল আলম বলে জানা গেছে।
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামান জানান, রবিউলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। নিয়মিত অভিযানের অংশবিশেষ গোপন সংবাদের ভিত্তিতে ঐদিন ভোরে এএসআই আবুল কাশেম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। ঐদিন আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান।
ঈদগাঁওতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।