শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:
ঈদগাঁও বাজারে অবৈধ করাতকলে বনের গাছ চেরাইসহ লাইসেন্স না রাখার অপরাধে ৪টি স’মিল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৬ জুলাই সন্ধ্যা ৭টায় বাজারের বাঁশঘাটাস্থ হুমায়ুনের স’মিলে ১০ হাজার, কামাল সওদাগরের স’মিলে ১০ হাজার, আবুল হোসেনের স’মিলে ১০ হাজার ও নইমুদ্দীনের স’মিলে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কক্সবাজারের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুৎফুর রহমানের নেতৃত্বে ঈদগাঁও পুলিশের সহযোগিতায় এ অভিযানটি পরিচালিত হয়। এসময় ঈদগাঁও মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা আতা ইলাহী, বিট কর্মকর্তা মোশারফ হোছাইনসহ বিভিন্ন বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেঞ্জ কর্মকর্তা আতা ইলাহী জানান, দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীন অবৈধ করাতকল দিয়ে বনাঞ্চলের গাছ চেরাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঐদিন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।