আবুল আলী, টেকনাফ:
টেকনাফে দু’টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করতে পারেনি।
২৫ জুলাই রাতে সাবরাং ইউপির কাটাবনিয়া কবরস্থান এলাকায় আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
এব্যাপারে টেকনাফ ২ ব্যাটালিয়ন বিজিবির অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু দুস্কৃতিকারী, সন্ত্রাসী ঐ এলাকায় দেশীয় আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করবে। এমন সংবাদে নাজিরপাড়া বিওপির হাবিলদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ঐ স্থানে অবস্থান নেয়। এসময় দুই ব্যক্তিকে একটি ব্যাগ হাতে আসতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। এমতাবস্থায় অস্ত্র পাচারকারীদ্বয় তাদের হাতে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। এসময় দু’টি আগ্নেয়াস্ত্র ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।