অনুপম বড়ুয়া টিপু, ইউরোপ থেকে
নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনায় নানা আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় তিথি শুভ বুদ্ধ পূর্ণিমা বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন আয়ারল্যান্ড কর্তৃক আয়ারল্যান্ড এর গত ২৫ জুলাই উদযাপিত হয়েছে।
দিনটি উদযাপন উপলক্ষে আয়ারল্যান্ডের কর্ক শহরে অবস্থিত রক কমিউনিটি সেন্টার হল রুমে মঙ্গলবার সকালে বুদ্ধ স্নান, বুদ্ধপূজা, শীল গ্রহণ ও মহাসংঘদান অনুষ্ঠিত হয়।
এছাড়া বিকেলবেলা দ্বিতীয় পর্বের অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল ধর্মালোচনা সভা, ছোটদের ধর্মীয় অভিমত প্রকাশ, ধ্যানানুশীলন ও বিশ্ব শান্তি প্রার্থনায় পূণ্যদান।
বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশন আয়ারল্যান্ড এর উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। মূল অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত অশ্বজি মহাথেরো (শ্রীলঙ্কা), ভদন্ত ভিক্ষু প্রজ্ঞাশ্রী (বাংলাদেশ), ভদন্ত করুণাপাল ভিক্ষু (ভারত)। এতে থাই ভিক্ষুরাও অংশ নেন।সকাল থেকেই আয়ারল্যান্ডে বসবাসকারী বৌদ্ধ ধর্মাবলম্বীরা এসব কর্মসূচিতে অংশ নেন। আগের দিন হাজার বাতি প্রজ্জলন, সুত্রপাঠ ও সমবেত প্রার্থনা অনুষ্টিত হয়। এ সময় তাদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। বিশ্বের সকল প্রাণীর সুখ-শান্তি ও দীর্ঘায়ু কামনার মধ্য দিয়ে শুভ বুদ্ধ পূর্ণিমা অনুষ্টানের পরিসমাপ্তি হয়।