নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরে প্রাইভেট পড়তে বেরিয়ে গত আটদিন ধরে নিখোঁজ রয়েছে এক স্কুল ছাত্রী। নিখোঁজের পর দিন থেকে নানা জায়গায় খোঁজ করেও না পেয়ে এক সপ্তাহর মাথায় নিখোঁজ ডায়রি করেছেন শিক্ষার্থীর মা। কোন দুর্বৃত্ত চক্রের হাতে পড়ার সন্দেহে পরিবারে চরম উৎকন্ঠা বিরাজ করছে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম ইশরাত জাহান এশা (১৪)। সে কক্সবাজার পৌরসভার পূর্ব পাহাড়তলীর ইছুলেরঘোনা এলাকার মুহাম্মদ শরীফের মেয়ে ও কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর ৮ম শ্রেণীর শিক্ষার্থী। তার নিখোঁজের বিষয়ে মা রশিদা বেগম সাধারণ ডায়রি করেন। যার নম্বর-১৬৫৬, তারিখ-২৪ জুলাই ২০১৭।
নিখোঁজের মা রশিদা বেগম নিখোঁজ ডায়রিতে উল্লেখ করেন, শহরের টেকপাড়াস্থ ফ্যাশন টেইলার্সের পেছনে এক শিক্ষকের কাছে অন্য সহপাঠিদের সাথে প্রাইভেট পড়ত এশা। প্রতিদিনের মতো গত ১৮ জুলাইও বিকাল ৪টার দিকে স্কুল ড্রেসের সাদা ফ্রক, সবুজ প্যান্ট ও কেডস্ এর সাথে কালো বোরকা পড়েই প্রাইভেটের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় সে। নিত্যদিন সন্ধ্যার আগে বাড়ি ফিরলেও সেদিন সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়। কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতার হালকা পাতলা গড়নের ফর্সা এশা সাধু ও আঞ্চলিক ভাষায় কথা বলে। তাকে কেউ কোথাও দেখে থাকলে ০১৮১৭২৫৭৭০২ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি।
তিনি আরো বলেন, এশা কখনো কোথাও যেত না। হঠাৎ তার নিরুদ্দেশ পরিবার জুড়ে হতাশা ও আতংক বিরাজ করছে। সে কোন দুবর্ৃৃত্ত চক্রের হাতে পড়েছে কিনা এনিয়েই চরম দুশ্চিন্তায় সময় কাটছে বাড়ির সবার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।