চকরিয়ার পৌরসভার বর্জব্যবস্থাপনার কারণে মাতামুহুরি ব্রীজের পর থেকে প্রধান সড়কের পাশেই পঁচা ময়লার মারাত্নক উৎকট গন্ধে বুক ফেটে যাবার উপক্রম হয়। যা পরিবেশ আইন ১৯৯৫ ও সংশোধিত ২০১০ এর অনুসারে বায়ু দূষনের জন্য চকরিয়া পৌরসভা অভিযুক্ত হয়।
অনুরূপভাবে চকরিয়ার বাস টার্মিনাল হতে আধা কিলোমিটার এলাকাজুড়ে প্রধান সড়কের পাশে ময়লার স্তুপ অনেক দিন ধরে। যা সচেতন মহল দেখেও নাক বন্ধ করে আসা যাওয়া করছে।
চকরিয়া পৌরসভার নির্দিষ্ট ডাম্পিং পয়েন্ট ও রিসাইকেল প্লান্ট স্তাপন করা হলেই একমাত্র পৌরবাসী এই দূর্দশা থেকে মুক্তি পাবে।
তাছাড়া চকরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্টান জমজম হাসপাতালের সামনে এভাবে ময়লা ফেলা অমানবিক। যা খুবই দুঃখজনক। চিকিৎসা নিতে আসা মানুষগুলো পঁচা ময়লার উৎকট গন্ধে আরো বেশি অসুস্ত হয়ে পড়বে।
ক্যাপশন নিউজ:
পরিবেশ সংগঠক মোয়াজ্জেম রিয়াদ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।