আবদুল মজিদ, চকরিয়া:
চকরিয়ায় ফের বন্যায় পানি বন্দি মানুষের পাশে দাঁড়ালেন চকরিয়া-পেকুয়া উন্নয়ন ফোরাম চেয়ারম্যান বিশিষ্ট জামায়াত নেতা ও সাবেক ছাত্রনেতা আলহাজ আরিফুর রহমান চৌধুরী মানিক। তিনি গতকাল ২৫ জুন সকাল থেকে বন্যা দুর্গত বরইতলী, কৈয়ারবিল, লক্ষ্যারচর, পৌরসভা একাংশসহ বিভিন্ন এলাকার পানি বন্দি দুর্গত মানুষের মাঝে ত্রাণ (চাউল) বিতরণ করেছেন।
এসময় জননেতা আরিফুর রহমান মানিক বলেন, যার যার অবস্থান থেকে ২য় দফায় বন্যা দুর্গত মানুষের সাহায্যে দল মত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও ধনাঢ্য লোকজনকে মানবতার পাশে দাঁড়ানোর আহবান জানান। তিনি বলেন, অতীতে যেভাবে দুর্গত মানুষের পাশে থেকে সহায়তায় এগিয়ে এসেছি, ভবিষ্যতেও করে যাবো।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।