আবদুল মজিদ, চকরিয়া:

চকরিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে মালুমঘাট হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে। গত ২৫ জুলাই বিকাল ৫ টার দিকে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো: রুহুল আমিনের নেতৃত্বে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাসিয়াখালী ঢালা এলাকায় এ অভিযান চালায়।

পুলিশ জানায়, চট্রগ্রাম অভিমুখী সৌদিয়া পরিবহনের একটি বাস (চট্রমেটো নং ব-১১-০২৬৭) তল্লাশী চালিয়ে মোঃ আলমগীর (২৮) নামে এক যুবককে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এসময় তার কাছ থেকে ৪০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত যুবক আলমগীর জামালপুর সদর পৌর সভার ১০ নং ওয়ার্ডের অশিতপুর এলাকার মোঃ কায়েমের পুত্র বলে জানা গেছে। এসআই রুহুল আমিন জানিয়েছেন, ধৃত আসামীকে ইয়াবাসহ থানায় সোপর্দ্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।