‘আমাকে বাঁচান। আমি বাঁচতে চাই। আমি কঠিন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছি। আপনারা আপনাদের সন্তানের মতো মনে করে আমাকে সাহায্য করুন। মাত্র তিন লাখ টাকা পেলে এই সুন্দর পৃথিবীর আলো আরো কিছুদিন দেখে যেতে পারবো’। এই আকুতি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বড়বিল এলাকার এক অসহায় পরিবারের সন্তান ফরিদুল হকের। তাঁর বয়স ১৮ বছর। তাঁর বাবার নাম নুরুল হুদা। তাঁর হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে। কিডনিতেও সমস্যা। বর্তমানে সে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। চিকিৎসকেরা বলছেন, তাঁর হার্টের বাল্ব পরিবর্তন করতে প্রয়োজন মাত্র তিন লাখ টাকা। বাল্ব দ্রুত পরিবর্তন না করলে তাকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।
কিন্তু তার অতিদরিদ্র পিতার পক্ষে এত টাকার সংস্থান করা কিছুতেই সম্ভব নয়। তাই অসুস্থ ফরিদুল হক সুন্দর ও সুস্থ জীবন ফিরে পেতে দেশের প্রতিটি মানুষের কাছে দোয়া ও আর্থিক সাহায্য চেয়েছে।
সাহায্য পাঠাবার ঠিকানা- ইসলামি ব্যাংক ঈদগাঁও শাখা হিসাব নম্বর-২০৫১৬। যোগাযোগ, ফরিদুল হক- ০১৮২১৪৭০৯৩৩।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।