বার্তা পরিবেশক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহেশখালী পৌরসভা শাখার ১০১ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক পিপি এডভোকেট শামীম আরা স্বপ্না ২৫ জুলাই মঙ্গলবার উক্ত কমিটি অনুমোদন করেন। কমিটিতে মনজুর আহমদ সভাপতি, কাউন্সিলর হামিদুল হক সাধারণ সম্পাদক, আকতার হোসেন ও আনোয়ার হোসেন মঞ্জু সাংগঠনিক সম্পাদক। এছাড়াও অন্যান্য পদে রয়েছেন আলহাজ্ব ছিদ্দিক আহমদ সওদাগর কোষাধ্যক্ষ, মোহাম্মদ ছিদ্দিক দপ্তর সম্পাদক, জাহাঙ্গীর আলম প্রচার ও প্রকাশনা সম্পাদক, উম্মে কুলসুম মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ জাফর আলম কৃষি বিষয়ক সম্পাদক, কায়ছারুজ্জামান সিকদার যুব বিষয়ক সম্পাদক, প্রভাষক শাহেদ খান ছাত্র বিষয়ক সম্পাদক, আমান উল্লাহ শ্রম বিষয়ক সম্পাদক, নেচার আহমদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক। ১০১ সদস্যের পূর্নাঙ্গ নির্বাহী কমিটিতে ০৯ জন সহ-সভাপতি, ০৩জন যুগ্ম সাধারণ সম্পাদক, সম্পাদকীয় পদে ১৩জন, সহ-সম্পাদকীয় পদে ১২জন সহ ৫১ জন নির্বাহী সদস্য রয়েছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।